বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্দনটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নূর সহ মহিলা মেম্বার, মহিলা সমিতির নেতৃবৃন্দ ও ব্র্যাক এর মহিলা কর্মীরা অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন।