চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও শাহী ঈদগাঁ ময়দানে আহলে সুন্নাত ওয়াল জামাত রাণীগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ২৫তম ৪দিন ব্যাপী ঐতিহ্যবাহী পবিত্র তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলন সম্পন্ন হয়েছে। গত ১ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ৪দিন ব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন সুন্নী মহাসম্মেলনে দেশ বরণ্য উলামায়ে কেরামগণ তাফসির মাহফিলে উপস্থিত থেকে কোরআন ও হাদীসের আলোচনা করেন। এ তাফসির মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল জাহির জিলু মিয়া তালুকদার। তাফসির মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পিপি এডঃ এম আকবর হোসেন জিতু, চুনারুঘাট ব্যাকস সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, আলহাজ্ব মোঃ কুতুবুল হাসান চৌধুরী, মাওলানা মঈনুল ইসলাম চৌধুরী, আবু তাহির মহালদার, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মাসুক মিয়া। সভায় বক্তব্য রাখেন প্রভাষক আমিরুল ইসলাম রামীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাজিম উদ্দিন চৌধুরী উস্তার। মাওলানা রফিকুল ইসলাম জাফরী ও মাওলানা মুখলিছুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত তাফসির মাহফিলে তাফসির পেশ করেন পীরে কামেল হযরতুল আল্লামা মুফতি নাজিরুল আমিন রেজভী, বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুল আল্লামা এমদাদুল হক, হযরতুল আল্লামা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, পীরে কামেল হযরতুল আল্লামা মোস্তাক আহমেদ ওয়াইসী, আল্লামা মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ, আল্লামা শেখ ছাদ উদ্দিন ফরহাদ, মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম, হযরতুল আল্লামা সায়ের নাজমূল হোসাইন তাহেরী আন নাজেরী, পীরে কামেল হযরতুল আল্লামা অধ্যক্ষ আফছার আহমদ কাউসারী, সহ স্থানীয় আলেমগণ। অন্যান্যের মধ্যে তাফসির মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক ফারুক মাহমুদ, মোঃ সৈয়দ আলী, মোঃ নানু মিয়া, আব্দুল বারিক, আব্দুল মন্নান, সিরাজুল হক চৌধুরী, সিরাজ মিয়া, আব্দুল জব্বার, ইয়াকুত মিয়া, কাশেম আলী, আব্দুর রশিদ মাস্টার, গিয়াস উদ্দিন, মোল্লা ওয়াহেদ, হাবিবুর রহমান প্রমুখ।