মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বাহুবলের খাগাউড়া গ্রামে জায়গা দখলকে কেন্দ্র করে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঘুঙ্গিয়াজুরী হাওরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। দু’পক্ষের এক পক্ষ হচ্ছেন, এডভোকেট সিরাজুল হক চৌধুরী ও অপর পক্ষে রয়েছে গ্রামবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘুঙ্গিয়াজুরী হাওরে বেশ কিছু জায়গা নিয়ে এডভোকেট সিরাজুল হক চৌধুরী ও গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে ওই জমি নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এডভোকেট সিরাজুল হকের পক্ষের লোকজন জমি দখল করতে গেলে খাগাউড়া গ্রামের কৃষকরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ২ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। আহতের মধ্যে খাগাউড়া গ্রামের আব্দুস শহিদ (৫০), আব্দুল মজিদ (৩৫) ও গবির হোসেন (৩৮)কে সিলেট মেডিকেলে এবং কুহিনুর (৩০), আব্দুল জব্বার (২৫), শাহ জবরু মিয়া (৩৫), শাহ আবজল (২৭), শাহ সফিক মিয়া (১৫), শাহ লুৎফুর মিয়া (২০), আবিদুর রহমান (১৮) ও মোজাক্কিরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জে চিকিৎসা নিতে আসা আহতরা জানান, গ্রামের পক্ষের আহতরা জানান, হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পর প্রতিপক্ষের লোকজন সেখানে তাদেরকে মারধর করেন। পরে তারা হবিগঞ্জে চিকিৎসা না নিয়ে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেন।