এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে রিপন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীটি ৬ মাসের অন্তসত্বা বলে জানা গেছে। গ্রেফতারকৃত রিপন মিয়া ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমেত গ্রামের কদর আলীর পুত্র। এলাকাবাসী ও মামলার বিবরণে জানা গেছে, প্রায় ৬/৭ মাস ধরে উপজেলার মধ্যসমেত (লামলীরপাড়) গ্রামের লক্ষন নমসূদ্রের কিশোরী কন্যার (১৭) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে রিপন। এক পর্যায়ে রিপন ওই কিশোরীকে বিয়ে করার প্রলোভন দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। এ অবস্থায় কিশোরীটি ৬ মাসের অন্তঃসত্বা হয়ে পড়ে। তখন সময়ে কিশোরীটি বিয়ের কথা বললেও রিপন তাতে নানা টালবাহান করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিকভাবে সুরাহার চেষ্টা করা হয়। কিন্তু সুরাহা না হওয়ায় নিরুপায় হয়ে কিশোরী নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। মামলার খবর পেয়ে রিপন আত্মগোপনে চলে যায়। গত বুধবার গভীর রাতে তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের সহায়তায় তাকে পীরের বাজার থেকে গ্রেফতার করা হয়।