স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। হরতাল-অবরোধের পাশাপাশি গতকাল বৃস্পতিবার সকালে শহরের পোদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা গণ- মিছিল বের করেন। মিছিলের পর এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম বলেন, সারাদেশে পুলিশসহ প্রশাসনের সহায়তায় আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশব্যাপী লুটপাট, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে দেশকে সন্ত্রাস ও নৈরাজ্যের লীলাভূমিতে পরিণত করেছে। তিনি রাষ্ট্রীয় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে সাথে নিয়ে দলীয় নেতাকর্মীদেরকে রাজপথে থেকে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আবুল হাসিম, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, ক্বারী কবির হোসেন, এডভোকেট কামরুল হাসান চৌধুরী, এম এ মন্নান, সামছুল ইসলাম মতিন, মাওলানা কাসেম বিল্লা নোমান, ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী, আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, এসএম মানিক, শাহ সালাউদ্দিন টিটু, হাফেজ জালাল, হাফেজ হাফিজুর রহমান খান, হাফেজ মামুন, ওয়াহিদুরজ্জামান ওয়াহিদ, জনি পারভেজ, মহিবুল ইসলাম সোহেল, মন্নান মিয়া, জুবায়ের আহমেদ, সালেহ আহমেদ, সৈয়দ নিয়াজ উদ্দিন আহমেদ হারুণ, সোয়েব চৌধুরী, উজ্জল মিয়া, আব্দুল আলিম, রুবেল মিয়া, সোহেল আহমেদ, মোঃ জনি, জিল্লুর রহমান জিলু, মঈনুদ্দিন পারভেজ, তারা মিয়া, লিটন সরকার, শাহ খোকা, ফটিক শীল, শংকর বণিক, আলী আহমদ, মরণ সরকার, আমিনুল ইসলাম ফয়সল, সাইফুল, নজর”ল ইসলাম, আক্তার, আনিছ, সাদ্দাম, শেখ রাসেল, শুভ সরকার, জুয়েল মিয়া, আবদাল মিয়া, তাহির মিয়া, মামুন, রুমেল, লোকমান, সুজন মিয়া প্রমূখ।