স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে যুবতীকে পিঠিয়ে আহত করেছে এক যুবক। উপজেলার শরিফখানি গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, ওই গ্রামের সালেহ আহমদের কন্যা রোজিনা বেগমের সাথে উত্ত্যক্তের ঘটনা নিয়ে প্রতিবেশী হাদিস মিয়ার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হাদিস তাকে মারধর করে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত রোজিনাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।