রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাত হোসেন বলেছেন-মাদক সমাজ ও জাতীকে ধীরে ধীরে ধবংস করে দেয়। তাই মাদক পাচারকারী, বিক্রেতা, সেবনকারী কাউকে ছাড় দেয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে যুদ্ধ ঘোষনা করতে হবে। সীমান্তে সন্ধ্যার পর চলাচল না করা যাবে না। একান্তেই যদি যেতে হয় স্থানীয় বিজিবিকে অবগত করে যেতে হবে। এলাকায় অপরিচিত কাউকে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখলে বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়ন পরিষদ মাঠে বিজিবি কর্তৃক আয়োজিত সীমান্তে হত্যা, মানব পাচার, মাদক চোরাচালান ও আভ্যন্তরিন সন্ত্রাস রোধে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের সহঅধিনায়ক মেজর তারিক মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মঘর কলেজের অধ্যক্ষ আজগর আলী, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, কাজিরচক মাদ্রাসার অধ্যক্ষ আনোয়ারুল হক মৃধা, আলহাজ্ব বজলুর রহমান ভুইয়া, ইউ/পি সদস্য সোহরাব উদ্দিন প্রমূখ। সভায় বিজিবি বিভিন্ন বিওপির অধিনায়ক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন পেশাজীবির বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।