বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুনসহ ৩টি মামলার পলাতক আসামী জিলু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জিলু মিয়া খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তীর নির্দেশে এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গুনই বাজার থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০১৩ সালে শিশু হত্যার অভিযোগ পত্র দাখিল করা হয়। দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল জিলু মিয়া এলাকায় আসার পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে তাকে গ্রেফতার করে। খুনের মামলা ছাড়ও তার বিরুদ্ধে আরও দুইটি মামলার রয়েছে বলে জানা গেছে।