চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছোট ভাইয়ের দা’র কুপে বড় ভাইয়ের কব্জি দ্বিখন্ডিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পাইকপাড়া ইউনিয়নের নোয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত বড় ভাই হচ্ছেন, ওই গ্রামের আব্দুল কাদির (৩৫)। ছোট ভাইয়ের নাম জসিম মিয়া।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ১২টায় বসত বাড়ির সীমানায় বেড়া দেয়া নিয়ে বড় ভাই আব্দুল কাদির ও ছোট ভাই জসিম মিয়ার মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই জসিম মিয়া উত্তেজিত হয়ে কাদির মিয়াকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে আব্দুল কাদিরের হাতের কব্জি কেটে যায়। তার শুর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।