সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত ॥ দেশীয় অস্ত্র উদ্ধার হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামন থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার অলিউল্লাহ নোমানের বোন জামাইয়ের দাফন সম্পন্ন শায়েস্তাগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতসহ গ্রেফতার ৫ ॥ মোটর সাইকেলসহ সরঞ্জাম জব্দ চারণ সাংবাদিক খেলুর ৮ম মৃত্যুবার্ষিকী আজ মাধবপুরে দ্বিতীয় স্ত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগে ঢাকা থেকে স্বামী কুদ্দুস গ্রেফতার চুনারুঘাটে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ ॥ একই পরিবারে বৃদ্ধসহ ৭ জনকে কুপিয়ে জখম বানিয়াচংয়ে পুলিশ সুপার রেজাউল হক খান ॥ একজন খেলোয়ার তার দেশকে উন্নত করতে পারে

নবীগঞ্জ হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগে আগুন ॥ এটি নাশকতা নাকি অন্য কিছু?

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে জরুরী কাগজ-পত্র, ওয়েট মেশিনসহ আসবাবপত্র। গত সোমবার সন্ধ্যা রাতে ঘটনাটি ঘটেছে। এটি নাশকতা নাকি অন্য কোনভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে কেউই কিছু বলতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হাসপাতালের ওই কক্ষ থেকে ধুয়া বের হতে থাকলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার, নার্সসহ হাসপাতালে অবস্থানরত লোকজন আতংকিত হয়ে দিগি¦দিক ছুটাছুটি করতে থাকেন। খবর পেয়ে তাৎক্ষনিক টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব ছুটে এসে স্থানীয় লোকদের সহযোগীতায় ওই কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে কক্ষে থাকা জরুরী কাগজপত্র, ঔষধ, ওয়েট মেশিন ও মুল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ওই কক্ষের পিছনে এবং হাসপাতালের দু’তলায় নার্সের কক্ষের পাশে কেরোসিনের বোতল পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে ধারণা করা হচ্ছে, কেউ শক্রতা বশতঃ অথবা নাশকতার জন্যই ওই কক্ষের জানালার গ্লাস ভেঙ্গে কেরোসিন ঢেলে আগুন দেয়।
গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী এবং ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে হাসপাতালের টিএইচও ডাঃ অর্ধেন্দু দেব জানান, আগুন লাগেনি, অজ্ঞাতনামা দুর্র্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে। ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ক্লিনিকের পরিবার পরিদর্শিকা শিরীন আক্তার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে কেহ আগুন লাগিয়ে থাকতে পারে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটির তদন্ত চলছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com