মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার গ্যাস ফিল্ড এলাকার মানিকপুর গ্রামে প্রভাবশালী মহলের হুমকি-ধমকিতে রয়েছে এক ভূমিহীন পরিবার।
জানা যায়, ভূমিহীন বরাদ্ধ বাবদ ২০০০ সালে মানিকপুর গ্রামের মৃত বেলায়েত আলী ও তার স্ত্রী নূরবানু বেগম মানিকপুর মৌজা দাগ নং- ৩৩২, খতিয়ান -১ খাস, ২০শতক জমি সরকারের কাছ থেকে লীজ নেন এবং প্রতি বছরের খাজনাও পরিশোধ করে আসছেন। লীজ গ্রহনের পর থেকেই ওই জমি তারা ব্যবহার করে আসছেন। কিন্তু সম্প্রতি একই গ্রামের প্রভাবশালী উসমান গণী, আব্বাস আলী ও ফরুক মিয়া প্রতিনিয়ত জমি দখলের জন্য নানা ভাবে বল-প্রয়োগ করে আসছে এবং জোর পূর্বক জমি থেকে মাটি ও বালি উত্তোলন করে নিয়ে যায়। প্রভাবশালীদের বাধা দিলে বিভিন্ন ভাবে হুমকি-দমকি দিয়ে আসছে তারা। গতকাল আবারও জমি থেকে জোর-পূর্বক ওই ভুমিহীনের সরকারি লীজের জমি থেকে মাটি ও বালি উত্তোলন করতে গেলে বাধা দেন নুরবানু বেগম। কিন্তু নুরবানু বেগম ও পরিবারের সদস্যের দেশীয় অস্ত্র-সস্ত্রসহ ধাওয়া করে প্রভাবশালী মহলটি। এমতবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুমিহীন পরিবারটি। নূরবানু জানান, আমি নিরীহ হওয়ায় বাড়ির সামনের সরকারি রাস্তাটি দিয়েও চলাচল করতে আমার পরিবারকে প্রতিনিয়ত বাধা দিয়ে আসছে ওই মহলটি, প্রাণনাশের হুমকিও দিচ্ছে ওরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় চায় ভুমিহীন পরিবার। তিনি আরও জানান, আব্বাস আলী তার প্রতিবেশী আজিজ মিয়া ও জনাব আলীদের সঙ্গে নিয়ে ভূমিহীন পরিবারের লীজকৃত জমিটি দখলের পায়তারা চালাচ্ছে দীর্ঘদিন ধরে। আব্বাস আলীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ৩/৪ বছর আগে জোরপূর্বক ওই ভুমিহীনের লীজকৃত জমি থেকে ট্র্যাক্টরে করে মাটি ও বালি নিয়ে যায়। এই জমির পাশে রেলওয়ের জমি থেকেও প্রতিনিয়ত মাটি ও বালি উত্তোলন করে গর্ত করেছে তরা। এ ব্যাপারে কয়েকটি দৈনিক পত্রিকায় সংবাদও প্রকাশিত হয়েছে।