স্টাফ রিপোর্টার ॥ শহরের ২নং পুল এলাকা থেকে এক নবজাতককে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ৯ ঘটিকায় সময় ২নং পুল এলাকার রাজু মিয়া বাড়ীর সামনে থেকে ওই শিশুকে রাস্তার পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে সদর থানার দারোগা ওয়াহেদ গাজীসহ একদল পুলিশ গিয়ে ওই শিশুকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে। নবজাতক শিশুকে এখন সুস্থ রয়েছে। পরে পুলিশ শায়েস্তাগঞ্জের নিশাপট গ্রামের আয়েশা আক্তার (৩৫) স্বামী রিপন মিয়া টমটম চালকের জিম্মায় ঐ নবজাতকে লালনপালনের জন্য দেয়া হয়।