নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে দু’চাচাতো ভাইয়ের পক্ষের সংঘর্ষে আহত জয়নাল আবেদীন (৪৮) এর মৃত্যুর ঘটনায় মামলা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। নবীগঞ্জ ও সুনামগঞ্জ থানা পুলিশের মধ্যে শুরু হয়েছে রশি টানাটানি। নবীগঞ্জ থানা পুলিশ বলছে যেহেতু সংঘর্ষস্থল সুনামগঞ্জ থানাধীন সেহেতু ওই থানায় মামলা হবে। অপরদিকে সুনামগঞ্জ থানা পুলিশ বলছে-নিহতের বাড়ি নবীগঞ্জ থানাধীন হওয়ায় ওই থানায় মামলা হবে। এতে করে বিপাকে পড়েছে নিহতের পরিবার। গতকাল মঙ্গলবার এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের দু’চাচাতো ভাই গিয়াস উদ্দিন ও আলিম উদ্দিন পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষ হয়। মুখোমুখী সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত জয়নাল আবেদীনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টার দিকে তিনি মারা যান। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের আলিম উদ্দিন ও তার চাচাতো ভাই লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিন এর মধ্যে দীর্ঘ দিন যাবত জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে খানঁপুর মৌজায় অবস্থিত কিছু জায়গাই বিরোধের মূল কারণ। উক্ত জায়গা উভয় পক্ষই নিজেদের বলে দাবি করেন। গত প্রায় এক বছর ধরে আলিম উদ্দিন ওই ভূমিতে একটি ঘর তৈরী করে দখল করে রেখেছেন। সম্প্রতি গিয়াস উদ্দিন লন্ডন থেকে দেশে গমন করেন। তিনি ওই জায়গা দখল নিতে গত শনিবার প্রায় দু’শতাধিক লোক নিয়ে আলিম উদ্দিনের নির্মিত ঘরটি মাটির সাথে গুড়িয়ে দেন। খবর পেয়ে আলিম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। প্রায় আধাঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হন। সংঘর্ষে নিহত জয়নাল আবেদীন গিয়াস উদ্দিনের পক্ষের বলে খবর পাওয়া গেছে।