প্রেস বিজ্ঞপ্তি ॥ হরতালের সমর্থনে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক আমিনুর রশিদ এমরানের মুক্তির দাবিতে লস্করপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্কাছুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা মুখলিছুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, মহিবুর রহমান এরশাদ, আলম, শামসু মিয়া, মোতাব্বির, আব্দুর রউফ, আঃ আউয়াল, রফিক মিয়া, ফরিদ, মন্নাফ, মামুন, জাহাঙ্গীর, আব্দুর রহমান, আব্দুল্লা মিয়া, নানু, নুর আলম প্রমূখ। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং রাজপথের লড়াকু সৈনিক আমিনুর রশিদ এমরান ও সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।