প্রেস বিজ্ঞপ্তি ॥ গোপালগঞ্জ-১ (মকসুদপুর-কাশিয়ানী) থেকে বার বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জননেতা কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের অন্যতম সদস্য, হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি, হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জননেতা আতাউর রহমান সেলিম ও নিয়ইয়র্ক আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা ইমদাদ চৌধুরী। এসময় মাননীয় সাবেক মন্ত্রী জননেতা কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি বলেন সংগঠনের জন্য যারা পরিশ্রম করে সংগঠন তাদেরই মুল্যায়ন করে। তিনি আওয়ামীলীগ ও যুবলীগকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে তুলতে নেতৃবৃন্দকে আরো কাজ করে যেতে নির্দেশ প্রদান করেন।