স্টাফ রিপোর্টার ॥ পাহাড়ীকা ট্রেনে পেট্রোল বোমায় দগ্ধ জরিনা বেগম ও তার মেয়ে আমেনা বেগমের চিকিৎসার জন্য জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের উদ্যোগে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী জরিনার ছেলে ছুরাব আলীর হাতে এই টাকা তুলে দেন। প্রেট্রোল বোমায় দগ্ধ জরিনা ও আমেনা বর্তমানে এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।