বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং সদরের ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদমখানীর এলজিইডি রাস্তা হতে গরীব হোসেন মহল্লার ডাঃ মোঃ মুবিন উদ্দিন এর বাড়ী সংলগ্ন সুনারু খালের উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম। গতকাল সকাল ১০ টায় তিনি উক্ত সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পিআইও মেহেদী হাসান, সেতু নির্মাণ কাজের ঠিকাদার মোঃ রেখাছ মিয়া, সাংবাদিক মখলিছ মিয়াসহ এলাকার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩৯ ফুট দৈর্ঘ্য সেতুটির নির্মাণ ব্যয় হবে ৩১ লাখ ১৭ হাজার টাকা।