নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল’র বিবাহোত্তর বৌ-ভাত অনুষ্টান গতকাল মঙ্গলবার নিজ বাড়ী পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্টানে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতবৃন্দের উপস্থিতিতে এক মিলন মেলার সৃষ্টি হয়। অনুষ্টানে উপস্থিত হয়ে নব এই দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে কুশলবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লুৎফর রহমান, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাউন্সিলর এটিএম সালাম, সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, কাউন্সিলর যুবরাজ গোপ, রাকিল হোসেল, সলিল বরণ দাশ, মোঃ সেলিম তালুকদার, মতিউর রহমান মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।