মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় অভিযান চালিয়ে চোরাই মূল্যবান গাছ ভর্তি ট্রাক আটক করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান-গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাত প্রায় ১১টার দিকে বিজিবি তেলিয়াপাড়া বিওপির নায়েক সুবেদার ইলিয়াছ উদ্দিন উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকা মূল্যের মূল্যবান চোরাই গাছ ভর্তি ট্রাক আটক করে। গাছ ভর্তি ট্রাকটি চুনারুঘাট থেকে মাধবপুরের দিকে যাচ্ছিল।