রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

গ্রাম বাংলার বসন্তের আগুন শিমুল এখন যেন ইতিহাস!

  • আপডেট টাইম বুধবার, ৪ মার্চ, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ ঋতুরাজ বসন্তের আগমণে সুসজ্জিত হয় প্রকৃতি। ফুলে ফলে ভরে উঠে গাছপালা। লাল সবুজের সমাহারে সজ্জিত হয় গ্রামবাংলা। অপরূপ সৌন্দর্য্য চোখ ধাঁধাঁয়। কিন্তু কালের বিবর্তনে কিছু কিছু রূপ হারিয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে লাল শিমুল। আকর্ষণীয় এ ফুলের সৌরভ না থাকলেও প্রকৃতি সাজাতে এ ফুলের বিকল্প নেই। ড্রইং রুমের ফুলদানিতে স্থান না পেলেও এ শিমুল গাছ গ্রামবাংলার মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতে এক বিরাট ভূমিকা পালন করে আসছিলো। সারিবদ্ধভাবে বা বিক্ষিপ্তভাবে কাঁটাযুক্ত শিমুল গাছ গ্রামবাংলার সর্বত্রই কমবেশি নজরে পড়ত।
লালচে তাম্র বর্ণের মাটিতে টিলা আকারের স্থানে শিমুল গাছ বেশি জন্মে থাকে। বীজ থেকে চারা ফুটে বের হবার পর থেকে ৭/৮ বছরের মধ্যেই শিমুল গাছে ফুল ফোটে ও ফল ধরে। তবে গাছের বয়োপ্রাপ্তি হয় ১০/১২ বছর পর। এসময় থেকেই শিমুল গাছ থেকে অর্থনৈতিক উপকারিতা পাওয়া যায়। এর ফুল গুচ্ছ আকারের লালচে বর্ণের হয়ে থাকে। এ ফুলের তেমন কোন আকর্ষিত করবার মতো সৌরভ না থাকলেও পথচারীরা ক্ষণিকের তরে হলেও এর দিকে দৃষ্টি নিক্ষেপ না করে পারে না।
শিমুল গাছ সাধারণ ৭০/৮০ হাত লম্বা ও ৬/৭ হাত বা তদুর্ধ মোটা আকারের হয়ে থাকে। বন্যার পানি বা খরায় এর কোন ক্ষতি হতনা। বাঁচেও শতাব্দির পর শতাব্দি কাল পর্যন্ত। মাঘ ফাল্গুন মাসে এ গাছে ফুল ধরে এবং চৈত্র বৈশাখের মাঝামাঝি সময়ে ফল পরিপক্ষ হয়। এগুলি সংগ্রহ করে রোদে শুকিয়ে নিলে এর ভিতর থেকে বেড়িয়ে আসে সাদা ধবধবে তুলা। একটি বড় আকারের শিমুল গাছ থেকে বছরে কমপক্ষে ৩/৪ মন এমনকি তারও বেশি তুলা পাওয়া যায়।
জেলায় এখন আর আগের মত যত্রতত্র চোখে পড়ে না শিমুল গাছ। পথে-ঘাটে চলতে গিয়ে ক্ষণে ক্ষণে শতবৃক্ষ ছাপিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফাগুনের আগুন লাল লাল ফুলে শোভিত শিমুল বৃক্ষ। দেখা যায় না আলতা মেশানো টকটকে লাল ফুলের ডালা সাজিয়ে মেঘমালাকে আমন্ত্রণ জানাতে। এখন শিমুলগাছ যেন ইতিহাস।
আম, জাম, লিচু, জলপাই ও কাঁঠাল নিয়ে মানুষের যেমন আগ্রহ, যেমন আছে চারা রোপণের ব্যস্ততা, শিমুল গাছের বেলায় তেমনটি আর হয়ে ওঠে না। এনিয়ে নবীগঞ্জের দিনারপুর এলাকার জনৈক লোকের সাথে আলাপ হয়। তিনি বলেন-বিশেষত, শিমুলের কাঠের দাম না থাকা এবং অনেকখানি জায়গা দখল করে নেয়ায় এ গাছের প্রতি কারো তেমন একটা আগ্রহ নেই’।
নবীগঞ্জ শহরের জনৈক ব্যবসায়ী জানান, ‘এক সময় অনেক শিমুলগাছ ছিল। দামও কম ছিলো। এখন শিমুল গাছও নেই, তুলাও নেই। পাওয়া গেলেও দাম অনেক বেশি। বাজারে এখন গার্মেন্টস তুলার ব্যবহারটাই বেশি।’
কেউ কেউ শিমুল গাছ বিলুপ্ত হওয়া নিয়ে নানারকম কথা বলছেন। কেউ বলছেন, এমন একদিন আসবে যখন হয়তো শিশুদের এমন করেই বোঝাতে হবে ‘আজ থেকে অনেক অনেক দিন আগের কথা, সে সময় একটা বৃক্ষ ছিলো, নাম শিমুল। ওতে লাল ফুল ধরতো। হতো দামি তুলো। একদিন সেই বৃক্ষটা মনের দুঃখে হারিয়ে গেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com