আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সোমবার দুপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় বাড়ী-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহতদের মাধবপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মনবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইর গ্রামে একটি জমি নিয়ে লিয়াকত আলী ও আব্দুর রউফ মিয়ার মধ্যে বিরোধের জের ধরে কোর্টে মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে সোমবার দুপুর ১২টার দিকে লিয়াকত আলী ও আব্দুর রউফ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধেঁ। প্রায় দু’ঘন্টা ব্যাপি সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় লাল খাঁ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০), রাফিয়া বেগম (৫৫), ফুরুক মিয়া (২৪), রুকসানা খাতুন (৩০), আব্দুর রউফ (৪২), আকসির মিয়া (২৫), হাফিজ মিয়া (৪৫), নাজিমুল ইসলাম (৯), সাইফুল ইসলাম (৩৫), বায়েজিত মিয়া (৩৫), মীর হোসেন (৩৫), লিটন মিয়া (১৬), নাসিমা আক্তার (৩০), স্বপন মিয়া (৮)কে মাধবপুর, ব্রাহ্মনবাড়ীয়া ও হবিগঞ্জ সদর আধনিক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুত্ব আহত সুফিয়া বেগম (৪০) ব্রাহ্মনবাড়ীয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুফিয়া বেগম মারা যাওয়ার সংবাদ গ্রামে পৌছলে আবারও উত্তেজনা দেখা দেয় এবং আব্দুর রউফের লোকজন এখলাছ মিয়া, মীর হোসেন ও নানু মিয়ার ঘর-বাড়ী ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কে এম আজমিরুজামান বিপুল সংখ্যক পুলিশ নিয়ে পরিস্থিতি শান্ত করে। এ দিকে ব্রাহ্মনবাড়ীয়া সদর থানা পুলিশ নিহত সুফিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এব্যাপারে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোল্লা মনির হোসেন জানান, সংঘর্ষকারীরা একে অপরের নিকট আত্মীয়। জমি জমা নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিল। তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় রাত ১২টা পর্যন্ত কোন পক্ষই মামলা দায়ের করেনি।