স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের আমতলী নামক স্থানে বাস-সিএনজি সংঘর্ষের ঘটনায় আহত সিএনজি চালক আব্দুল্লাহ মিয়া (৪০) মারা গেছে। সে বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের ছাবু মিয়ার পুত্র। গতকাল সোমবার সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মৃত্যুর খবর পরিবারের নিকট পৌছুলে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য গত শনিবার দুপুরে ওই সড়কে সিএনজি ও দিগন্ত পরিবহনের সংঘর্ষে ঘটনাস্থলেই যাত্রা বড় বাড়ির ফুফু ও ভাইপো নিহত হন। আহত হয় সিএনজি চালক আব্দুল্লাহ। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানিতে প্রেরণ করা হয়।