প্রেস বিজ্ঞপ্তি ॥ ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির কর্মী সভা অনুষ্টিত হয়েছে। সমিতির সভাপতি মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ হুসেন চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে কুরআন তেলায়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ তালেবুর রহমান। সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহ আলী হায়দার, সহ-সভাপতি আখলিস মিয়া, সহ-সভাপতি দয়া মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মোফাজ্জল চৌধুরী ইমরান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন কল্যাণ সম্পাদক টিপু আহমেদ, ক্রীড়া সম্পাদক আইনুল হুসেন, সহকারী কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হক প্রমুখ। সভায় আসছে গরমে নবীগঞ্জের গরীব এলাকার মসজিদ গুলোতে ৫০টি ফ্যান প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়। এই ফ্যান গুলো সমিতির সদস্যদের পক্ষ থেকে দেয়া হচ্ছে বলে জানানো হয়। সভার শেষে দেশে বিদেশে অবস্থিত নবীগঞ্জের সকল মুরুব্বিদের জন্য দোয়া করা হয়।