প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার হলদারপুর আল হেলাল ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমাজসেবক দুই লন্ডন প্রবাসীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল স্থানীয় শিবগঞ্জ বাজারে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন, কদুপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী মানিক হাসান ও মুছলেহ আহমদ আলী। অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মাসুদ খান। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ও প্রচার সম্পাদক হাফেজ আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক, হলদারপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সহিদ, হলদারপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ডাঃ আব্দুল মুকিত, হলদারপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এম রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমেদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, ফজলুল হক, মাওলানা সফি আহমেদ প্রমূখ।