চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুাট উপজেলার চানপুর ও বেগমখান চা বাগানের উত্তর পূর্বে অবস্থিত ৫১১ একর জমিতে আগামী এপ্রিল মাসে শুরু হচ্ছে স্পেশাল ইকনোমিক জোন স্থাপনের কাজ। গত সোমবার দুপুরে উপজেলার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ ইকনোমিক জোন অথরিটি’র নির্বাহী পরিচালক পবন চৌধুরী এ কথা জানান। এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট মাধবপুর এলাকার সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব পবন চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ইউপি চেযারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, সৈয়দ মোতাব্বির আলী, সত্যেন্দ্র চন্দ্র দেব, চা শ্রমিক নেতা শ্যামসুন্দর রায়, বিভু রঞ্জন ভৌমিক, ইয়াকুত মিয়া প্রমুখ। সভায় উপজেলার সকল চা বাগান ব্যবস্থাপক, চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি, সেক্রেটারি, শ্রমিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রী চা বাগানের শ্রমিকদের কথা চিন্তা করে তাদের জীবণ মান উন্নয়নের কথা ভেবেই চা বাগানের পাশেই এ ধরনের অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন। তিনি কখনোই চা বাগানের শ্রমিকদের ক্ষতি হয় এমন কাজ করতে যাবেন না। আমিও চা বাগানের শ্রমিকদের ক্ষতি হয় এমন কোন কাজ করবো না। তিনি চা বাগানের শ্রমিকদের এখানে চাকুরি দেওয়া ব্যাপারে শতভাগ চেষ্ঠা করবেন।
চানপুর চা বাগানস্থ লিজ বহির্ভূত এলাকায় স্পেশাল ইকনোমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভায় অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক পবন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে বিদেশী বিনিয়োগের আহবান জানিয়েছেন। এ আহবানকে সারা দিয়ে চীন, জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিভিন্ন উন্নত দেশ আজ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হয়েছে। এরই ধারবাহিকতায় চট্টগ্রাম, হবিগঞ্জের চুনারুঘাট এবং মৌলভীবাজারের শেরপুরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এখানে লক্ষাধিক লোকের কর্মসংস্থানের পাশাপাশি পুরো জেলায় উন্নয়নের ছোয়া লাগবে। এছাড়া এখানে চা বাগানের শ্রমিকরাও চাকুরি করতে পারবে। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, চুনারুঘাটে স্পেশাল ইকনোমিক জোন হলে এখানে কোরিয়া, জাপান ও চায়না কোম্পানীরা বিনিয়োগ করবে। ফলে প্রচুর লোকের কর্মসংস্থানের পাশাপাশি চুনারুঘাট শহর আবারও জমজমাট হয়ে উঠবে। ঢাকা-সিলেট মহাসড়ক পরিবর্তন হওয়ার পর সেখানে যে স্থবিরতা সৃষ্টি হয় তার অনেকটা দুর হবে। পাশাপাশি প্রচুর চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গার মত অভয়ারন্য থাকায় সেখানে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। তিনি বলেন, বাল্লা স্থল বন্দরের উন্নয়নের কাজও শুরু হয়েছে। অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা হলে এর সাথে বন্দরের সম্পৃক্ততা থাকবে।
চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, চা বাগানের উন্নয়নে সরকার এ উদ্যোগ বাস্তবায়িত না হলে চুনারুঘাট তথা চা বাগানের শ্রমিকরাই ক্ষতিগ্রস্থ হবে। তিনি সকলকে অর্থনৈতিক জোন বাস্তবায়নের সহযোগিতার আহবান জানান। উল্লেখ্য, গত বছরের জুন মাসে জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান মৌজার ৫১১ একর সরকারি (চা বাগানের নামে লীজ বহির্ভুত) জমিতে দেশী বিদেশী বিনিয়োগে একটি স্পেশাল ইকনোমিক জোন গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রস্তাব পেশ করেন। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ অঞ্চলকে অর্থনৈতিক জোন হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তিন কর্মকর্তা সরজমিনে জমি দেখে সন্তোষ প্রকাশ করেন।
গ্যাস ও বিদ্যুতের সহজলভ্যতা, যোগাযোগ ব্যবস্তা, হবিগঞ্জের সার্বিক উন্নয়নে চুনারুঘাট উপজেলার নয়নাভিরাম চা বাগানের পাশে সরকারি ৫’শ ১১ একর জমিতে গড়ে তোলা হচ্ছে ইকনোমিক জোন প্রতিষ্ঠার কাজ ইতোমধ্যে অনেকটা এগিয়েছে। শিল্প কারখানা স্থাপিতে হলে চা বাগানসহ উপজেলার হাজার হাজার বেকার যুবকদের চাকুরি সুযোগ সৃষ্টির পাশাপাশি এখানকার পরিবেশ, আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক অবস্থানের উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে পুরো হবিগঞ্জ জেলার চেহারা।