স্টাফ রিপোর্টার ॥ শহরের ইনাতাবাদ এলাকায় মুরচাঁন বেগম (৫৫) এক নামে মহিলার পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আব্দুর রশিদের স্ত্রী। গতকাল সোমবার ১১ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, মুরচাঁন বেগম ওই সময় পার্শ্ববর্তী পুকুরে প্রয়োজনীয় কাজ সারতে গেলে অসাবধনতাবশত পুকুরের পানিতে পড়ে ডুবে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়া হয়েছে।