মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুতাং রেল ষ্টেশনের কাছে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা পেট্রল বোমা নিক্ষেপ করেছে। পেট্রল বোমার আগুনে দগ্ধ হয়েছে মা মেয়েসহ তিন যাত্রী। দগ্ধরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের মৃত কেছলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫), তার মেয়ে আমিনা বেগম (১৮) ও মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মাধব চন্দ্র বর্ধন (৩০)।
আহত, ট্রেনযাত্রী ও স্টেশন মাষ্টার সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা ট্রেনটি রাত ৯ টার দিকে শাহজিবাজার স্টেশন অতিক্রম করে। ট্রেনটি সুতাং স্টেনের অদুরে পৌছামাত্র দুর্বৃত্তরা ট্রেনকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে। বোমাটি ট্রেনের জানালা দিয়ে কামড়ার ভেতরে গিয়ে পড়ে আগুন ধরে যায়। এতে ট্রেনযাত্রী উল্লেখিত ৩ জন বোমার আগুনে দগ্ধ হয়। এ সময় যাত্রীরা আত্মরক্ষার্থে ট্রেনে ছুটোছুটি শুরু করে। এরই মধ্যে রাত সোয়া নয়টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জ ষ্টেশনে পৌছুলে রেলওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরন করে।
এদিকে রাতে গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়েছে।