কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাইকপাড়া এলাকায় দুরপাল্লার যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার যাত্রাবড়বাড়ি গ্রামের আহমদ আলীর ছেলে মুজিব মিয়া (২৮) ও একই গ্রামের আজগর আলীর স্ত্রী জিলয় আক্তার (৫০)। এরা দু’জনই সিএনজি যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। ঘন্টাব্যাপী ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এদিকে দুর্ঘটনার পর একদল দুর্বৃত্ত যাত্রীদের মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া দিগন্ত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-১৮৩৯) পাইকপাড়া এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সার (হবিগঞ্জ খ-১১-১৯৪৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উল্লেখিত দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইকবাল ও কবিরকে ঢাকা এবং অটোরিক্সা চালক আখলাক মিয়া ও আতাউর রহমানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সাহেরা খাতুনকে (৩২), কবির মিয়া (৩০), নুরুল হক (৪০), মহিবুর রহমান (২০), সাজেদা বেগম (৩৫), মিজান মিয়া (২০), মোঃ লিটন মিয়া (৫০), ইকবাল হোসেন (৪৫), উবায়দুল হক (৮), আসমাউল করিম (৩১), তাহের আলী (৩০) ও আলী আকবর (৩০)কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর মডেল থানার এসআই সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার ও আহতদের সদর হাসপাতালে নিয়ে আসে। গাড়ি দু’টিকে আটক করা হয়েছে।