স্টাফ রিপোর্টার ॥ বিগত ২৬ ফেব্র“য়ারী থেকে দুইদিন ব্যাপী শুরু হয়েছে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গ্রামে হযরত শাহজালাল (রঃ) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম শাহ্ মুশফিক আহসান (রঃ) এর মাজার শরীফ প্রাঙ্গনে পবিত্র ওরস মোবারক। গত ২৭ ফেব্র“য়ারী উক্ত ওরস মোবারক পরিদর্শন করেছেন যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্ঠা কমিটির সদস্য ড. মোহাম্মদ শাহ্ নেওয়াজ। এ সময় তার সাথে ছিলেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সিনিয়র আইনজীবি তমাল কুমার বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী অমিয় রায় প্রমূখ। পরিদর্শনকালে শাহ্ নেওয়াজকে অনুষ্ঠানে স্বাগত জানান, মাজার কমিটির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন আহমেদ বীর প্রতীক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল। পরিদর্শণকালে শাহ্ নেওয়াজ ওরস মোবারকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।