প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। ক্ষমতায় যেতে হলে ২০১৯ সালের সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। খালেদা জিয়া এখন নাশকতার মাধ্যমে দেশের ক্ষতি করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তার প্রতি মানুষের কোন আস্থা নেই। ২০ দলের ধ্বংসাত্মক তৎপরতার ব্যাপারে সবাইকে সোচ্ছার হতে হবে। তিনি গত শনিবার ৮নং নবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (দত্তগ্রাম) কৃষকলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ওয়ার্ড কৃষকলীগ সভাপতি অনীল পুরকায়স্থ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শৈলেশ দাশের পরিচালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদাল করিম চৌধুরী, সাধারণ সম্পাদক আনসার উদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শেখ সজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাদল সরকার, পরেশ দাশ, রুহুল আমিন প্রমুখ।