প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম স্বপরিবারে ওমরা হজ্বে গমন উপলক্ষে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা শাহ মোঃ আরজু মিয়া, মিজানুর রহমান শামীম, আব্দুল মালেক, নূরুল আমিন, পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজ, ফজলুল হক চৌধুরী, ফারুক পাঠান, ইকরামুল আলম লেবু, জাকির হোসেন, ফজল উদ্দিন তালুকদার, রন্টু পুরকায়স্থ, সামছু মিয়া, মোতাহের হোসেন রিজু ও শফিউল্লাহসহ নেতৃবৃন্দ। সভায় পৌর যুবলীগ সহ-সভাপতি হিরাজ মিয়ার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।