মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক নিরীহ মহিলার রেজিষ্ট্রিকৃত ভূমির উপর নজর পড়েছে এলাকার প্রভাবশালী মহলের। ওই মহলটি ধর্মীয় প্রতিষ্ঠানের নামে মহিলার সমুদয় ভূমি দখলের পায়তারা করছে। গত শুক্রবার মহিলার কাছ থেকে লীজ নেওয়া পুকুরে লীজ গ্রহিতা আপন মিয়া গংয়ের ফলায়িত বিভিন্ন প্রকার মাছ কতিপয় প্রভাবশালী জোরপূর্বক ধরতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এ ব্যাপারে লিজ গ্রহীতা আপন মিয়া বাদী হয়ে রিপন পাল, অনিল রায়, সুরঞ্জন বিশ্বাস, নরেন্দ্র দেবনাথ, রাখাল দেবনাথ, বিষ্ণু বিশ্বাস, অমৃত সরকার ও তাপস দেবের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। জানা যায়, এসএ রেকর্ডীয় মালিকের ওয়ারিশ সুভাষ রঞ্জন চৌধুরী তার স্ত্রী উষা রানী চৌধুরীকে (৬৫) পুকুর সহ বিভিন্ন শ্রেণীর ৯৫ শতক ভূমি ১৯৮০ সনে রেজিষ্ট্রি করে দেন। এর পর থেকে উষা রানী তথায় ভোগ দখলে থাকাবস্থায় বিগত ২০১৩ সনে স্থানীয় আপন মিয়া সহ কয়েক জনের নিকট উক্ত ভূমি বার্ষিক লীজ প্রদান করেন। আপন মিয়া অন্যান্য লীজ গ্রহীতারা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসাবস্থায় গত শুক্রবার স্থানীয় প্রভাবশালী উল্লেখিত ব্যক্তিরা জোরপূর্বক উৎসবের ভূমি দাবি করে উৎসব কমিটির নামে লীজ গ্রহীতাদের মাছ ধরতে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকালে এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থল পরিদর্শন করেন।