প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বানিয়াচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খালেদ মিয়ার গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। স্থানীয় আদর্শ বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মখলিছুর রহমান আবুর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জালাল মাম্মদ, বিএনপি নেতা সায়েদ লস্কর, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুল হান্নান, গৌউছ চৌধুরী, হাবিবুর, আবু সুফিয়ান, মোয়াজ্জেম, মজিয়াউর, নবি হুসেন, ইসরাইল, কৃষকদল নেতা আল আমিন, আব্দুস ছালাম, তাতীদল যুগ্ম আহবায়ক সাদেক হোসেন, ছাত্রদল নেতা আশরাফ, সাইফুর, আবু হুরায়রা, সুজন, রাসেল, আমিন, বিল্লাল, যুম্মন, সৌরভ, জাবেদ, মুকিত, মকসুদ, জাহেদ, সাহেদ, লাবু, সিদ্দিক প্রমূখ।
এছাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য খালেদ মিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজারেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুল হোসাইন মারুফের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আঃ কাদির, উপজেলা যুবদল সভাপতি শেখ আমির হোসেন, কৃষকদল সভাপতি ইয়াহিয়া খান। বক্তাগণ বলেন একজন পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে পরিচিত খালেদ মিয়া বর্তমান স্বৈরাচারী সরকারের নগ্ন শিকার। অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, আঃ খালিক, উমর আলী, ছলিম উদ্দিন, যুবদল নেতা মাসুদ আলী খান নিলু, শেলু মিয়া, হাদিস মিয়া, আবুল কালাম, শহিদ মিয়া, হারুন মিয়া, কৃষকদল নেতা আরজু মিয়া, লোকমান, জাসাস সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির মবু, ফরহাদ, অলি মিয়া, রামিম, ছাত্রদল নেতা রাজন, ইমরান প্রমূখ।