রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

চুনারুঘাট-বাল্লা সড়কে সামাজিক বনায়নের গাছ পাচারের মহোৎসব বন বিভাগের রহস্যজনক নিরবতা

  • আপডেট টাইম শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৭৩৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট-বাল্লা সড়কের পাশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় সৃজিত গাছগুলো কেটে পাচার করে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, অনেক গাছের গোড়া কেটে রাখার কারনে এ সড়কে যাতায়াতকারী যানবাহনের যাত্রীরা রয়েছেন মারাত্মক আতংকে। কখন ঘটে ওই গোড়াকাটা গাছ সড়কে হেলে পড়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা এনিয়ে দেখা দিয়েছে আতংক। বিষয়টি প্রশাসনসহ স্থানীয় জন প্রতিনিধিদেরকে জানানোর পরও নেয়া হচ্ছেনা কোন পদক্ষেপ। উপজেলার বিভিন্ন সংরক্ষিত বন, রাস্তার পাশে লাগানো গাছ নিঃশেষ করে গাছ চোরেরা বিগত ২/৩ মাস ধরে ওই সড়কের নয়নাভিরাম মুল্যবান বৃক্ষ পাচারে সর্বশক্তি নিয়োগ দিয়েছে। ওরা প্রতিরাতে এ সড়কের পাশে লাগানো গাছ কেটে পাচার করছে। এলাকাবাসী জানান, ওই সড়কের ধলাইরপাড়, লক্ষীপুর, কাচুয়া থেকে প্রায় ২শ গাছ ইতোমধ্যেই পাচার করা হয়েছে। আরো ১৩/১৫টি গাছের গোড়া কেটে রাখা হয়েছে। এলাকাবাসীর আশংকা অল্প বাতাসেই এ বৃক্ষগুলো সড়কে হেলে পড়ে ঘটাবে মারত্মক দুর্ঘটনা। গোছাপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গত ২৭ ফেব্র“য়ারী গোছাপাড়া গ্রামের কাছে চোরেরা বড় একটি একাশিয়া গাছ কাটতে গেলে গ্রামবাসী চোরদের ধাওয়া করেন। এসময় চোরেরা ওই গাছটি গোড়াকাটা অবস্থায় রেখে পালিয়ে যায়। সকালে ওই গাছটি রাস্তার উপর হেলে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান সিএনজি’র ৬ যাত্রী ও এক সাংবাদিক। তারা বলেন এ ধরনের গোড়া কাটা বহু গাছ রয়েছে রাস্তার পাশে। এত কিছুর পরও বন বিভাগ কোন কার্যকরী পদক্ষেপ না নিয়ে রহস্যজনক নিরবতা পালন করছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, বিষয়টি বহু আগেই স্থানীয় সরকার বিভাগ এবং বন বিভাগকে জানানো হয়েছে। কেন গোড়াকাটা গাছ সরিয়ে নেয়া হচ্ছেনা, তা তিনি জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, পুলিশ, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় দু’ইউপি সদস্য ও এক যুব নেতা সড়কের এ গাছ পাচার করছে। ওই গাছ প্রকাশ্যে চেরাই হচ্ছে স্থানীয় স’ মিলগুলোতে। বন বিভাগের বিশেষ টহল বাহিনীর সদস্যরা গাছ পাচার রোধে কোন পদক্ষেপ নিতে পারছেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com