প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে হবিগঞ্জে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহরের পোদ্দারবাড়ি এলাকায় জেলা বিএনপি‘র সংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল হক সেলিমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে এক পথসভা জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক এডঃ মোঃ এনামুল সেলিম বলেন, দেশব্যাপী যখন অবৈধ সরকার পেট্রল বোমা মেরে বিচারবর্হিভূত হত্যাকান্ড সংঘটিত করে দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এই সমস্থ কর্মকান্ডের বিরুদ্ধে দেশে-বিদেশে মানুষ যখন প্রতিবাদ মুখর হয়ে উঠছে ঠিক তখনই পরিকল্পিত ভাবে একটি মিথ্যা মামলায়-তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে হবিগঞ্জের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সরকারকে ভয়াবহ জবাব দেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও হবিগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আবুল হাসিম, জেলা বিএনপি নেতা হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, এডঃ কামরুল হাসান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকদলের য্গ্মু আহবায়ক এম, এ মন্নান, জেলা ওলামাদলের সভাপতি ক্বারী কবির হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লা নোমান, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামছু ইসলাম মতিন, জেলা তৃণমূলদলের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুুরী, পৌর কাউন্সিলর সাইদুর রহমান, জেলা শ্রমিকদল সাংগঠনিক সম্পাদক তুহিন খান, এস, এম মানিক, সদর থানা ছাত্রদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সদর থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মন্নান মিয়া, মহিবুল ইসলাম সোহেল, মহিউদ্দিন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোয়েব চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকদল সিনিয়র যুগ্ম আহবায়ক সালেহ আহমদ, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, জেলা মটর চালকদল আহবায়ক তারা মিয়া ও যুগ্ম আহবায়ক লিটন সরকার, হাফেজ জালাল, সোহেল আহমদ, জিল্লুর রহমান জিলু, বাদল চৌধুরী, সাদ্দাম হোসেন, শাহ খোকা, শেখ রাসেল, শুভ সরকার, জুয়েল মিয়া, সাজু তালুকদার, আবদাল মিয়া, তাহির মিয়া, নজরুল ইসলাম, আক্তার, আনিছ সাদ্দম, মামুন, রুমেল, লোকমান প্রমূখ।