প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে সাব-রেজিষ্ট্রার এস,এম আতাউর রহমান খান এর বিদায় উপলক্ষে দলিল লেখক সমিতি ও অফিস স্টাফ এর পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি মোরশেদ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী শাহ্ মোঃ সাজিদুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সাব-রেজিষ্ট্রার এস,এম আতাউর রহমান খান, বিশেষ অতিথি ছিলেন অত্র অফিস থেকে অবসর প্রাপ্ত বিদায়ী অফিস সহকারী হাবিবুর রহমান ও বিদায়ী মোহরার অরুন কুমার ঘোষ, কৃষ্ণা রাণী দেব, বিদায়ী পিয়ন সুবল চন্দ্র দেব। দলিল লেখক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্ঠা কমিটির সদস্য বজলুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সহ-সভাপতি হারুনুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ আহাম্মদ আলী, নির্বাহী সদস্য যুবরাজ গোপ, দলিল লেখক নুরুজ্জামান, অফিস স্টাফের পক্ষ থেকে বর্তমান সহকারী রনজিত রায়, মোহরার সুখেন্দু পুরকায়স্থ, নকল নবিশ জেলা সাংগঠনিক সম্পাদক আবু সালেহ, তপন কুমার দাশ, বিশ্বদ্বীপ বাগচী মুন্না, রূপজিত রায় প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এস,এম আতাউর রহমান খান নবীগঞ্জ দলিল লেখকবৃন্দ, অফিস স্টাফ ও নবীগঞ্জবাসীর সহযোগিতার প্রশংসা করে বলেন আমার বাকী কর্মজীবনে নবীগঞ্জের কথা স্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে সভাপতির বক্তব্যে মোরশেদ আহমদ সাব-রেজিস্ট্রার ও অন্যান্য বিদায়ী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও দীর্ঘায়ু কামনা করেন।