নবীগঞ্জ প্রতনিধি ॥ ২০ দলীয় জোটের অবৈধ হরতাল অবরোধ, পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে গত বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা কমান্ডের আয়োজনে শহরের নতুন বাজার মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুর উদ্দিন বীরপ্রতিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউপ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খয়ের, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে নিজামুল হক চৌধুরী প্রমূখ। বক্তাগণ অনতিবিলম্বে বিরোধী জোটের হরতাল, অবরোধসহ জ্বালাও পুড়াও কর্মসূচি পরিহার করে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানান। এর পূর্বে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী নিয়ে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের সন্তানরা মানববন্ধনে অংশ নেন।