স্টাফ রিপোর্টার ॥ কোর্ট স্টেশন লাখাই সড়কের রিচি ইউনিয়ন অফিসের পার্শ্ববর্তী ডোবা থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পুলিশ এ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ডোবা থেকে গন্ধ সারা এলাকায় ছড়িয়ে পড়লে লোকজন ডোবায় মৃত শিশু দেখতে পায় স্থানীয়রা। পুলিশকে বিষয়টি অবগত করলে সদর এসআই ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাত শিশুর লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।