আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অধিকাংশ চাষী বিএডিসির ডায়মন্ড জাতের আলুর চাষ করে সফলতা পেয়েছেন। ডায়মন্ড আলু চাষে সফল চাষীদের একজন উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের হযরত শাহ সুফী আলহাজ্ব আব্দুল হামিদ মুন্সীর ছেলে বধু মিয়া (৩৫)। বধু মিয়া চলতি বছর ৩ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করে সফলতা পেয়েছেন। বধূ জানান তিনি অগ্রহায়ণ মাসে শ্রীমঙ্গল বিএডিসি থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৪০ মন আলু বীজ এনে তার জমিতে রোপন করেন। ৩ একর জমির বীজ ক্রয় পরিবহণ, শ্রমিক সহ তার মোট খরচ হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। তিনি আলু তোলা শুরু করেছেন। সে আরো জানায় প্রতি ৪০শতক জমিতে তার ৭৫ থেকে ৮০ মণ আলুর ফলন হয়েছে এবং উত্তোলিত আলু পুনরায় শ্রীমঙ্গল বিএডিসিতে ১৭ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। এ হিসেবে তার ৩ একর জমিতে আলু চাষ করে মুনাফা হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা। বধু আরো জানায়, তার মতো অনেক কৃষকই ডায়মন্ড জাতের আলু চাষ করে সাবলম্বী হয়েছেন। কৃষক বধু আলু ছাড়াও টমেটো, তরমুজ, লাউ সহ কয়েক জাতের সবজি চাষ করেছে। এলাকায় অনেকেই বধুকে অনুসরণ করে সবজি চাষে সাবলম্বী হয়ে উঠছেন। বধু প্রায় ১০ বছর যাবৎ সবজি চাষের সঙ্গে জড়িত।