ইংল্যান্ড প্রতিনিধি ॥ যাক জকম ভাবে অনুষ্টিত হল ওল্ডহ্যাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টান। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ হান্নান মিয়ার সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুনেদ হুসেন চৌধুরী পরিচালনায় শুরুতেই কুরআন তেলাওয়াত করেন সমতির ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ তালেবুর রহমান। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সমিতির শিক্ষা বিষয়ক সম্পাদক মোফাজ্জল চৌধুরী ইমরান। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর অহিদুর রহমান টিপু। বিশেষ অতিথি, ছিলেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার কাউন্সিলর ইদু মিয়া এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়ের বানিজ্য বিষয়ক প্রিন্সিপাল ও রিচমন্ড প্রফেসর অফ বিসনেস জিম্বাবুয়ের ডক্টর আর্নেস্ট কাডেম্বো। অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন নেতৃবিন্দ। কয়েকশত মানুষের উপস্থিতে অনুষ্টানে সমিতির সদস্যগন তাদের কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্টানে সবার জন্য ভোজন ও ইংল্যান্ডের বিশিষ্ট বাঙালি শিল্পিগনের গানের আয়োজন ছিল।