চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটÑসায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা নামক স্থানে সিএনজি ও ট্রাক্ট্ররের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। বুধবার সকাল ৮টায় উপজেলার শ্রীকুটা নামক স্থানে এ দুর্ঘনাটি ঘটেছে।
আহত সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি শায়েস্তাগঞ্জ যাওয়ার সময় শ্রীকুটা নামক স্থানে পৌছুলে বিপরিত দিক থেকে আসা মাটিবাহী ট্রাক্টরটি মহাসড়কে আসলে সিএনজিন সাথে সংঘর্ষ হয়।
এতে আহত হন চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে মোসলেম আলী (৪০), সাটিয়াজুরী ইউনিয়নের বিহারীপুর গ্রামের হায়দার আলীর ছেলে আসিকুর রহমান (২৫), সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের কদর আলীর পুত্র সুমন (২৩), আখাউড়া উপজেলা মুরগাপাড়া গ্রামে নীপেন্দ্র চক্রবর্তী’র স্ত্রী সীমা রাণী চক্রবর্তীসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থা প্রথমে চুনারুঘাট হাসপাতালে পরে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়। চুনারুঘাট থানার এএসআই শাহিন ঘটনাস্থল থেকে রাব্বানি পরিবহন নামে ট্রাক্ট্রারটি ও সিএনজি উদ্ধার করে থানা নিয়ে নিয়ে আসেন।
উল্লেখ্য, দুই দিনের ব্যবধানে গত সোমবার সিএনজি ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ নিয়ে জনসাধারনের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে।