স্টাফ রিপোর্টার ॥ ব্যাংকার্স এসোসিয়েশন এর উদ্যোগে আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান ও নবাগত ব্যবস্থাপকদের বরন ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় সোনালী ব্যাংক প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকার্স এসোসিয়েশন সভাপতি ও সোনালী ব্যাংক ব্যবস্থাপক দুলন কান্তি চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংক লিঃ আউশকান্দি শাখার ব্যবস্থাপক ফরিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, দৈনিক এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান ও মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ প্রধান কার্যালয় এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ গোলাম ফারুক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক মোঃ ইনামুর রহমান লস্কর, ব্র্যাক ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক অশোক দত্ত, বরনীয় অতিথি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান সরকার, ব্যাংকার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক পূবালী ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখার ব্যাবস্থাপক মোঃ ফজলুল কবীর, আভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক নাজমুল হাসান, ব্যাংকার্স এসোসিয়েশন সহ-সভাপতি ট্রাষ্ট ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যাংকার্স এসোসিয়েশনের সদস্যসহ বিভিন্ন ব্যাংকের কর্মরত কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে এবং নবাগত ব্যবস্থাপক এবং বিদায়ী ব্যাবস্থাপকদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিরা।