স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫৭ বোতল মাদক জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ওই পরিমাণ মাদক জব্দ করা হয়। বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মনতলা বিওপি সীমান্তবর্তী আফজালপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল জব্দ করে। এছাড়া ধর্মঘর বিওপি মালঞ্চপুর গ্রাম থেকে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।