বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ভাড়া নিয়ে সংঘর্ষ মহিলাসহ আহত অর্ধশতাধিক নবীগঞ্জে চাঞ্চল্যকর আবিদুর হত্যা মামলায় গ্রেফতার ৩ মাধবপুর-চুনারুঘাটে পৃথক মামলায় ৬ ব্যবসায়ীর দণ্ড আজমিরীগঞ্জে যুবলীগ নেতা রকি মিয়া ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জহিরুল সেন্টু আটক বানিয়াচংয়ে আন্নর আলী হত্যা মামলার ৩ আসামির রিমান্ড মঞ্জুর মাধবপুরে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শহরে ফুঁ পার্টির সদস্যের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন নবীগঞ্জের এক ব্যক্তি মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সেক্রেটারি আতিক গ্রেফতার শায়েস্তাগঞ্জ পৌরসভায় পানি বিশুদ্ধ করণ শোধনাগার উদ্বোধন বানিয়াচংয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু ॥ দুইজন গুরুতর আহত

ফল বাওয়াকে কেন্দ্র করে হবিগঞ্জের ভাঠি এলাকা উত্তপ্ত ॥ নিষেধাজ্ঞা জারি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫২৬ বা পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ॥ ভাঠি অঞ্চলের তিন উপজেলা প্রশাসনের এক যৌথ সভায় শাল্লা থানার সরকারী কোন জলমহালে ফল বাইতে নিষেধ করা হয়েছে। ২৩ ফেব্র“য়ারী সোমবার সন্ধ্যা ৭টা বানিয়াচং উপজেলা সদর দক্ষিণ পশ্চিম ইউপি মিলনায়তনে এক জরুরী সভায় উপরোক্ত সিদ্ধান্ত ঘোষনা করা হয়েছে। বানিয়াচং সদর উত্তর পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ হায়দারুজ্জামান খান ধন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী, বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী, আজমিরীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর বখত চৌধুরী, শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর উত্তর পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, সদর দক্ষিণ পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মেম্বার আঃ রশিদ, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আঃ ওয়াহেদসহ বানিয়াচং সদরের বিভিন্ন ছান প্রধান ও বিশিষ্ট্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য সম্প্রতি বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার হাজার হাজার জনতা ফল দিয়ে সরকারী জলমহাল শাল্লা ঘটিয়া বিল, বেড়ামুহনা, আন্দারাই, মিকদাড়াই, গুছির ডহর, দিরাইর চন্ডির দোহা, খালিয়াজুড়ির গোলদাইর আজমিরীগঞ্জের নলাই, কুশিয়ারা জুর পূর্বক ফল দিয়ে মাছ ধরার প্রেক্ষিতে ঐ অঞ্চলের ফিশারীর মালিকেরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এমতাবস্থায় আজ মঙ্গলবার বানিয়াচং আজমিরীগঞ্জের লোকেরা ঐ এলাকায় মাছ ধরা পরিকল্পনা গ্রহণ করে। এ খবর পেয়ে তিন উপজেলা প্রশাসনিক নেতৃবৃন্দ বৈঠকের মাধ্যমে সংঘর্ষ এড়ানোর জন্য নিষেধাজ্ঞা জারি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com