স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি বাসায় দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চোররা ঘরের দরজা ভেঙ্গে ভেতর প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। শনিবার দিবাগত গভীর রাতে মোহনপুর এলাকার সেলিম মিয়া ও প্রবাসি আয়াত আলী ও ঘোষপাড়ার গৌতম দাশের বাসায় চোর হানা দেয়। চোরেরা ঘরের ভেতর প্রবেশ করে আলমিরা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার ও কাপড়চোপড়সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এর পর থেকে ওই এলাকায় চোর আতংকে রয়েছে।