প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বৃহস্পতিবার সকালে বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান, সুজাতপুর ইউনিয়নের বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পগুলো হল ৫৫ লাখ টাকা ব্যয়ে ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন, ৪৬ লাখ টাকা ব্যয়ে হাজী আতাউর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৫৫ লাখ টাকা ব্যয়ে ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, ৭২ লাখ টাকা ব্যয়ে উত্তর ইকরাম টু ইকরাম বাজার পর্যন্ত রাস্তা নির্মাণ এবং ইকরাম সব্জি বাজার ঘর উদ্বোধন করেন।
গতকাল বিকালে ইকরাম বাজারে এক জনসভা অনুষ্ঠিত হয়। সুজাতপুর ইউনিয়নের সাবেক চেয়ারমান হাজী আতাউর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিদ খান বলেন, বর্তমান সরকারের গণমুখী উন্নয়ন কর্মকান্ডে বাংলাদেশ যখন সকল সীমাবদ্ধতা কাটিয়ে ধীরে ধীরে মধ্যম আয়ের দেশে রূপান্তরে এগিয়ে যাচ্ছে তখন ঈর্ষান্বিত হয়ে দেশে পরিকল্পিত ভাবে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণ, রেলের ফিসপ্লেট উত্তোলন করে নিরীহ জনগণকে হত্যা করে জনগণের বিপরীতে অবস্থান নিয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সারা জাতি আজ ঐক্যবদ্ধ। আসুন আমরা তাদের প্রতিহত করি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মর্তুজা হাসান, শিল্প ও বাণিজ্যা সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ১২নং সুজাতপুর ইউপি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, ১০নং ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, ১১নং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী খসরু, আওয়ামীলীগ নেতা জানে আলম মেম্বার, ছাদিকুর রহমান, বাছির মিয়া, নূর উদ্দিন, মানিক মাস্টার, মাহতাব উদ্দিন, শাহিন মিয়া প্রমূখ।