প্রেস বিজ্ঞপ্তি ॥ সারা দেশে সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বৃন্দাবন কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ উল্লাহ জুলহাস এর সভাপতিত্বে এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক নাজমুল খানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড রাহাত আহমেদ, ছাত্রনেতা মিঠন দেবনাথ, সামছুল ইসলাম, এস.এম তানভীর, মুক্তার হোসেন রাজু, তানভীর হাসান, শরীফ, শাওন প্রমুখ।
বক্তাগণ বলেন-ক্ষমতাকে কেন্দ্র করে দুই জোটের সন্ত্রাস, হানাহানির কারণে এস.এস.সি পরীক্ষার্থীদের বিড়ম্ভনাই নয় শুধু শিক্ষার্থীদের জীবনও প্রায় ধ্বংসের পথে। ফলে ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র রাজনীতি ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে আদর্শবাদী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি আওয়ামীলীগ ও বিএনপি মেরুকরণের বাহিরে বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহবান জানান।