আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে হারভাঙ্গা কবিরাজ আব্দুল হাই’র চিকিৎসায় সুস্থ জীবন ফিরে পেয়েছেন অনেকেই। হাঁড় ভাঙ্গা, পুরুষ ও কয়েকটি মেয়েলি রোগ সহ প্রায় ১০/১২টি কঠিন রোগের ফ্রি চিকিৎসা করেন আব্দুল হাই। প্রায় ৫বছর ধরে আব্দুল হাই তাঁর নিজ বাড়িতে বসেই নিজ এলাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকদের নানা রোগের ফ্রি চিকিৎসা দিয়ে আসছেন। গত ৫বছরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক হাড়ভাঙ্গা রোগি সহ প্রায় সহ¯্রাধিক লোক বিনে পয়সায় আব্দুল হাই’র চিকিৎসা নিয়ে উপকৃত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর নিয়ে জানা যায়। আব্দুল হাই জানান ৫বছর পূর্বে এক রাতে স্বপ্নে দরবেশ বেশী এক লোক মাধ্যমে এসব রোগের চিকিৎসা তথ্য পেয়েছেন তিনি। এর পর থেকে সেবা নিতে আসা রোগীদের বিনে পয়সায় চিকিৎসা দিয়ে যাচ্ছেন তিনি। তবে তার চাহিদা যার যেমন তৌফিক আছে সেভাবে মসজিদ মাদ্রাসায় যেন কিছু দান করা হয়। আর এ কাজটি করলেই তিনি খুশি। আব্দুল হাই (৫৫) উপজেলার বহরা ইউনিয়নের (মন্তলা) গোবিন্দপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। মনতলা রেলওয়ে ষ্টেশন থেকে রিক্সায় বা পায়ে হেটে সহজেই তার বাড়িতে পৌছা যায়। তিনি আরো ভাল চিকিৎসার সেবা দেয়ার জন্য দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন। আব্দুল হাই’র ফ্রি চিকিৎসায় সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন গরিব ও দুস্থ জনগণ। চিকিৎসা নিতে আসা কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, আব্দুল হাই’র চিকিৎসায় অল্প দিনেই তারা প্রায় সেরে উঠেছেন।