নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে গতকাল বুধবার পৃথক সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন সময়ে উপজেলার বেরী, বরকতপুর ও জয়নগর গ্রামে পৃথক সংঘর্ষে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত সাকির হোসেন (২৩) ও রবজান বিবি (৫০)কে সিলেট এবং অপর আহত ইসলাম উদ্দিন (২৫), অনিমা দত্ত (৩০), নয়ন দত্ত (১৪), দীপ্তি ধর (৩০), প্রদীপ পাল (১৫), রাজু সরকার (৩২), দীপ্ত দাশ (১৪) মুনতুল নেছা (২৭), আপ্তাব উদ্দিন (৭০), রিমন মিয়া (১৮) ও আব্দুল মালেক (৬০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।