স্টাফ রিপোর্টার ॥ বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো সভাপতি এবং এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তি দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ চৌধুরী আশরাফুল বারী নোমান, সাধারণ সম্পাদক এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ মোঃ আমির হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, লাখাই উপজেলা বিএনপি সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, দৈনিক তরফ বার্তা সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী এডঃ রুখসানা জামান চৌধুরী, জাসাদ সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পাথারিয়া নূরানীয়া মাদ্রাসার মাওলানা ফরিদ আহমদ, যুবদল নেতা শামছুল ইসলাম মতিন, এসএম মানিক, রাজিব আহমেদ, মটর চালক দল নেতা মোঃ তারা মিয়া, লিটন সরকার, হাসান উদ্দিন খোকা, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল, জীবন মিয়া, শংকর প্রমূখ।
হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপের নেতৃত্বে টিভি সাংবাদিকদের মধ্যে অংশ নেন- এনটিভি প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী, আরটিভি প্রতিনিধি সায়েদুজ্জামান জাহির, বৈশাখি টিভি প্রতিনিধি রাসেল চৌধুরী, এসএ টিভি প্রতিনিধি প্রদীপ দাশ সাগর, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নূরুজ্জামান চৌধুরী শওকত, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, ইসলামিক টিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, বিডিটুডে প্রতিনিধি ফরহাদ চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি এস এম সুরুজ আলী, মোহনা টিভি প্রতিনিধি মোঃ ছানু মিয়া, অসিত কুমার চৌধুরী, নজরুল ইসলাম, আনোয়ার রহমান রাজু প্রমূখ। মানববন্ধন পরিচালনা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অবিলম্বে এনটিভি চেয়ারম্যান ও অ্যাটকো সভাপতি আলহাজ মোসাদ্দেক আলীর মুক্তি দাবি করেন এবং বন্ধ থাকা সকল গণমাধ্যম খুলে দেয়ার দাবি জানান।